চট্টগ্রামে কারাগারে আটক বিএনপি নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৯ পিএম, ১৬ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:৩০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মিথ্যা ও ভিত্তিহীন মামলায় মিরসরাই পৌর বিএনপি’র আহবায়ক ফকির আহমেদ (৬৫) চট্টগ্রাম কারাগারে মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তরিকুল ইসলাম।ফকির আহম্মদ হাটহাজারী থানার নম্বর ৩১(১০)২১ ও জি,আর নম্বর ৪১১/২১, মামলায় আদালত কারাগারে পাঠান গত ১৮ অক্টোবর। তিনি কারাগারে মেঘনা ভবন তিনের হাজতি ছিলেন। তার বাড়ী মিরশরাই হলেও হাটহাজারীতে পুজা মন্ডপে হামলার ঘটনা দেখিয়ে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় গ্রেফতার করেন পুলিশ। ঐ মামলার এজাহার ভুক্ত ২ আসামী হেফাজতের মামলায কারাগারে রয়েছেন দীর্ঘ ৬ মাসেরও বেশী সময় ধরে।
আজ সকাল ৮টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে তাৎক্ষণিক চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল ৯টায় তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফকির আহম্মদের ছোট ছেলে তানরাজ আহম্মদ তপু বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলায় আমার বাবাকে মিরসরাই থানা পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠায়। এর আগেও বেশ কয়েকবার বাবাকে গ্রেপ্তার করা হয়।
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন বলেন, ১৯৭৮ সাল থেকে বিএনপির (জাগদল) প্রতিষ্ঠালগ্ন থেকে ফকির আহম্মদ বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০০৮ সালের পর থেকে তাকে একাধিকবার হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তিনি ছিলেন দক্ষ একজন সংগঠক।