বিএনপি যতদিন জামায়াত-শিবিরের মাথায় ছাতা ধরবে দেশে ততোদিন সাম্প্রদায়িক দাঙ্গা চলতে থাকবে - ইনু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৯ এএম, ২০ অক্টোবর,
বুধবার,২০২১ | আপডেট: ১১:১৫ পিএম, ১৪ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
জঙ্গি সন্ত্রাসী জামায়াত-শিবিরের মাথার ওপরে যতদিন পর্যন্ত বিএনপি ছাতা ধরে থাকবে ততদিন পর্যন্ত দেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলতে থাকবে বলে মন্তব্য করেছেন সম্প্রচার ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর করিমপুর মাঝি পাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। এরপর হিন্দু বৌদ্ধ কল্যাণ ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাবেক রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংখ্যালঘু সুরক্ষা আইন এবং সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জ্ঞাপন করে রাষ্ট্রীয় নিরাপত্তার দাবি করেন।