

ধামরাইয়ে শহীদ ফয়সাল উদ্দিন হাসমীর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৩ পিএম, ৫ অক্টোবর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:৫০ এএম, ১৪ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৩

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য ফয়সাল উদ্দিন হাশমী ২০১৮ সালের ৩রা অক্টোবর সন্ধায় বাসা থেকে ডেকে নিয়ে যুবলীগ সন্ত্রাসীদের এলোপাথাড়ি ছুরিকাঘাতের পর পুকুরে পড়লে সন্ত্রাসীরা পানিতে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত ভেবে চলে গেলে মুমূর্ষ অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে রাতভর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পরদিন শাহাদাত বরন করেন। বারবার কারা নির্যাতিত এই সাবেক নেতার নামে ১৩ টি মামলা ছিল।
আজ মঙ্গলবার শহীদ ফয়সাল উদ্দিন হাশমীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ দিনব্যাপী পবিত্র কোরআন খতম, এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মান্নান ফিরোজ, সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক, সদস্য সচিব সুজন মাহমুদ, যুগ্ম আহবায়ক আব্দুল হালিম, সোমভাগ ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, মনির হোসেন সহ থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।