মাঠ পর্যায়ের নেতাদের মতামত নেবে বিএনপি - মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৩ এএম, ১৮ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ১২:১১ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
আগামী দিনের কর্মকৌশল ঠিক করতে মাঠপর্যায়ের নেতাদেরও মতামত নেবে বিএনপি। ধারাবাহিকভাবে টানা তিন দিন জাতীয় নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে গত বৃহস্পতিবার রাতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের তিনটি সভা হলো- এটা আজকে শেষ। আগামী শনিবার আমাদের স্থায়ী কমিটির মিটিং আছে। এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব যে, আরও কয়েকটি সভা করব কি না। কারণ, আমাদের এখনো কিছু কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে মতবিনিময় বাকি রয়েছে। তাদের নিয়ে এবং জেলা পর্যায়ের প্রেসিডেন্ট-সেক্রেটারিদের নিয়ে মিটিং করার কথা আছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা হয়ত সেই বিষয়গুলো সিদ্ধান্ত নেব। পরে আমাদের পেশাজীবীদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। আমরা দেখি যে, স্থায়ী কমিটির বৈঠকে যদি সিদ্ধান্ত হয়, পরবর্তীতে এসব মিটিংগুলো আমরা করব।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমাদের এসব ধারাবাহিক বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, কী করণীয় এবং আমাদের সাংগঠনিক অবস্থা নিয়ে আমরা কথা বলেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এসব বৈঠকে সভাপতিত্ব করেছেন এবং নেতাদের মতামত শুনেছেন।’ তিনটি সভায় কী কী পরামর্শ এসেছে- এমন প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা সময়মতো জানতে পারবেন। আমরাই আমাদের প্রয়োজনেই তখন আপনাদেরকে জানাব।’
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গত বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত সাড়ে চার ঘণ্টা এই বৈঠক হয়। তিন দিনে বিএনপির ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকম-লী এবং শেষ দিন দলের অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকৌশল ঠিক করার লক্ষ্যে নেতাদের মতামত জানতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বৈঠক ডেকেছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবারের বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তারেক রহমানের এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক।