কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫২ পিএম, ১ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:০০ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
‘জনতার জিয়া চির অম্লান’ সংগ্রাম ও গৌরবময় পথচলার এই স্লোগানকে সামনে রেখে যুদ্ধ চলাকালিন শহিদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের স্মৃতি বিজড়িত ৭১’এর মুক্তাঞ্চল কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে রৌমারী মুক্তাঞ্চল স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সম্পাদক রাজু আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, সহ-সভাপতি শামছুল হক মৌলভী, সহ-সাংগঠনিক সম্পাদক তমিজ উদ্দিন (ইউপি সদস্য), রৌমারী সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল হোসেন প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, যুব দলের আহবায়ক মঞ্জুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন আকন্দ, সাজ্জাদুল ইসলাম সুজন, সদস্য সচিব মশিউর রহমান পলাশ, ছাত্র দলের আহবায়ক নাজমুল হোসাইন রানা, সদস্য সচিব ফারুক আহমেদ বাবু, শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।