দেশের সকল সংকটে বিএনপি মানুষের পাশে থাকে : মঞ্জু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৩ পিএম, ২৫ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ১০:৪০ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশের সকল সংকটে বিএনপি মানুষের পাশে থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মই হয়েছে মানুষের কল্যাণের জন্য। জাতি, ধর্ম-বর্ণ, শ্রেণি বা রাজনৈতিক বিশ্বাসের কোন প্রকার বৈষম্য সৃষ্টি না করেই নগরীর বিভিন্ন প্রান্তে বিএনপি সেবা দিয়ে যাচ্ছে। বন্যা, ঘূর্ণিঝড়সহ দেশের যেকোনো দুর্যোগ, মহামারিতে অসহায় দরিদ্র ও দুর্যোগকবলিত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় খুলনা সিভিল সার্জন অফিসে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ওষুধ সামগ্রী সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মাদের হাতে তুলে দেয়ার সময় তিনি এসব কথা বলেন। করোনাকালীন সময়ে জনগণের চিকিৎসা সেবায় খুলনা মহানগর বিএনপির বছরব্যাপী কর্মকান্ড তুলে ধরে সাবেক সংসদ সদস্য মঞ্জু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় ৫৮টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ফ্রি সেবা, প্যানেল চিকিৎসক দিয়ে অনলাইনে চিকিৎসা সেবা প্রদান, ওষুধ ও নগদ অর্থ প্রদান, লকডাউনে দুই দফায় সাড়ে ৫ হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, ৯ হাজার অভুক্ত-কর্মহীন মানুষের মাঝে রান্না খাবার বিতরণ, দুই হাজার মানুষকে ঈদ উপহার সামগ্রী বিতরণ, করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী দুই শত মানুষের বিনা খরচে দাফন কাফনের ব্যবস্থা করাসহ আক্রান্ত রোগিদের বাড়িতে বাজার পৌছে দেয়া হয়। এছাড়া তিন দফায় ৩২ হাজার মাস্ক বিতরণ করে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচারাভিযান চালিয়েছে খুলনা মহানগর বিএনপি।
করোনা ভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন গ্রহণের জন্য জনগণের প্রতি আহবান জানিয়ে সরকারকে দ্রুত ভ্যাকসিন সংগ্রহ ও ভ্যাকসিন প্রয়োগের সঠিক নীতিমালা গ্রহণ ও বাস্তয়ানের দাবি জানিয়ে তিনি সিভিল সার্জনকে আশ্বস্ত করে বলেন, রাজনীতির উর্ব্ধে থেকে বিএনপির নেতাকর্মীরা করোনা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জনগণের পাশে থাকবে। ওষুধ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, রেহানা ঈসা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, বদরুল আনাম, সিরাজুল ইসলাম লিটন, কাওসারী জাহান মঞ্জু প্রমুখ।