মৌলভীবাজারে বিএনপি নেতার উপর হামলার ঘটনায় সভাপতি ও সাধারণ-সম্পাদকের নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৯ পিএম, ১৪ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৫৬ এএম, ৪ অক্টোবর,শুক্রবার,২০২৪
মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মো.আব্দুল মুকিত এর উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন।
আজ শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এম নাসের রহমান এ দাবি জানান।
মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত জানান, গত বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত শহরের চৌমুহনা এলাকা থেকে নিজ বাড়ি পাহাড় বর্ষিজোড়ায় যাবার পথে ছড়ার পাড় নামক স্থানে সন্ত্রাসী হামলার শিকার হন। এমসয় একটি মোটরসাইকেল যোগে হেলমেট পড়া দুই যুবক তাঁর গাড়ীর পথরোধ করে। যুবকদ্বয় পাথর গাডী লক্ষ্য করে পাথার দিয়ে ঢিল মেরে গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়। পাথরগুলো গাড়ীর গ্লাসে আঘাত করায় অল্পের জন্য তিনিসহ গাড়ীর ড্রাইভার প্রাণে বেঁচে গেছেন। মাথায় হেলমেট থাকায় তাদের চিহ্নিত করা যায়নি বলে জানান তিনি।
এদিকে জেলা বিএনপির এ নেতার উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়ে বলেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান তিনি কাপুরুষচিত এই হামলার প্রতিবাদ ও গাডী ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।