সরকার করোনা মোকবিলায় ব্যর্থ বিএনপি সরকারে না থেকেও জনগনের জন্য কাজ করছে - ইকবাল হাসান টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৬ পিএম, ৩ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:০৪ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহামুদ টুকু বলেছেন,বর্তমান সরকার করোনা অতিমারী মোকবিলায় ব্যার্থ হয়েছে। তাদের সিদ্ধান্ত হীনতায় অসংখ্য মানুষ মৃত্যূ বরণ করছে।বিএনপি সরকারে না থেকেও করোনা মোকাবিলায় জনগনের জন্য কাজ করছে। করোনা অতিমারী প্রতিরোধে হেল্প ডেস্ক কার্যক্রম চালু করেছে।এর মাধ্যমে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মিরা দেশ ব্যাপী করোনাক্রান্ত অসহয় দুঃস্থ প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে তাদের সেবা করছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে করোনা হেল্প ডেস্ক উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রংপুর মহানগর বিএনপি‘র সিনিয়র সহ সভাপতি সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়্যারম্যান অধ্যাপক ডা.ফরহাদ হালিম ডোনার, বিএনপি জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাক্ষ আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভা)আব্দুল খালেক, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হরুনার রশিদ, অধ্যাপক ডা. আব্দুস সালাম, রংপুর জেলা বিএনপি‘র সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপি‘র সাধারণ সম্পাদক সইদুল ইসলাম মিজু, জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ।
বক্তাগণ বলেন,বর্তমান সরকার জনগের ভোটে নির্বাচিত নয়। জনগনের কাছে তাদের জবাব দিহিতা নাই। তাই খেয়াল খুশি মত বিধিনিষেধ আরোপ করছে। হুট করে আবার তা তুলে নিচ্ছে। তাদের একটার পর একটা ভুল সিদ্ধান্ত দেশের মানুষকে বিপদ গ্রস্থ্য করে তুলেছে। তাই এই সরকারের কথা আজ আর কেউ মানছে না।