ঝালকাঠি মহিলা দলের সাধারণ সম্পাদিকা মমতাজ বেগমের মৃত্যুতে কেন্দ্রীয় মহিলা দলের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৮ পিএম, ২৯ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:২৩ পিএম, ৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
জাতীয়তাবাদী মহিলা দল-ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদিকা মমতাজ বেগম দীর্ঘদিন ক্যান্সার রোগে ভোগার পর আজ দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। মমতাজ বেগম এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, "সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী মরহুমা মমতাজ বেগম ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী মহিলা দলের একজন বলিষ্ঠ নেত্রী হিসেবে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে মনেপ্রাণে কাজ করেছেন।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে মরহুমা মমতাজ বেগম এর সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। মমতাজ বেগমের মৃত্যুতে তার শোকবিহব্বল পরিবার-পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকে ম্রিয়মান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।"
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমা মমতাজ বেগম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।