যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে হবে: প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫০ পিএম, ২৫ সেপ্টেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ১১:০৪ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণীপেশার সংগঠনের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে হবে।
এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে কোন ভাবেই যেন আস্থা ও বিশ্বাসের সঙ্কট সৃস্টি না হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সচেষ্ট থাকতে হবে।
আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধোবাউড়া বাসস্ট্যান্ডে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, অন্তরবর্তীকালীন সরকারকে আমরা সমর্থন ও সহযোগিতা করছি। এই সরকারের সফলতা ও ব্যর্থতার ওপর দেশের ভালোমন্দ জড়িয়ে আছে। কোন ভাবেই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না।
ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য জনগণ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। স্বৈরাচারী হাসিনা সরকার ভোট ব্যবস্থা ধ্বংস করে দখলদারিত্ব কায়েম করেছিল। এতে তারা রাষ্ট্র কাঠামো তছনছ করে দিয়েছে। সে জন্য রাষ্ট্র সংস্কার এখন অতিব প্রয়োজন। কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে দীর্ঘ সময় নেয়া যৌক্তিক হবে না। ভোটের বিকল্প সংস্কার হতে পারে না বরং ভোটের মাধ্যমে নির্বাচিতদের শাসনই হবে বড় সংস্কার।
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, বিএনপি নেতা হাবিবুর রহমান, আবুল হাশিম, সোলায়মান সরকার, আবদুল কুদ্দুস, আবদুস শহীদ, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ তালুকদার, গাজীউর রহমান, রুহুল আমিন, আবু সিদ্দিক, জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সদস্য সচিব আল মামুন,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমরান হোসাইন, সদস্য সচিব কামরুল হাসান সুমন, কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মানিক, সদস্য সচিব শামিম ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক ওসমান গনি, সদস্য সচিব হাসান শাহ, ওলামা দলের মওলানা ওবায়দুল্লাহ, মওলানা হাবিবুর রহমান প্রমূখ।
দিনকাল/এসএস