আড়াইহাজারে সন্ত্রাসী হামলা যুবলীগ নেতাসহ ১৭ জনকে আসামী করে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩১ পিএম, ২৭ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:৪৭ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবলীগ নেতা ওবায়দুল ইসলাম বেদেন ওরফে কালা বাদল বাহিনীর হামলায় একই পরিবারের ৫ জনসহ ৮ জন আহত হওয়ার ঘটনায় যুবলীগ নেতা বাদলকে প্রধান আসামী করে ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সামিনা বেগম নামের এক মহিলা বাদী হয়ে উক্ত মামলাটি দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, মামলায় যুবলীগ নেতা বাদলকে প্রধান করে আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ৫/৬ জনকে আসামী করে মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলায় কোন আসামী গ্রেফতার হয়নি।
উল্লেখ্য, শনিবার (২৪ জুলাই) সকাল থেকে ওই গ্রামের বাতেন ও বাছেদ (গান্ধী) মিয়ার সাড়ে ৪ শতাংশ জমি মাপা হয়। মাপা শেষে দুপুরের দিকে বাড়ি যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে এইক গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা ওবায়দুল ইসলাম বাদল ওরফে বেদনের নেতৃত্বে এক দল সন্ত্রাসী বাতেনের লোকজনের উপর দা, ছুরা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় একে একে নারীসহ ৮ জনকে আহত করে।