ঢাকায় ছাত্রদলের নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১১ এএম, ৪ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:০২ এএম, ১৪ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি চলাকালে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি বজলুর রহমানসহ ছাত্রদলনেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় আহত করার প্রতিবাদে ফরিদপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গোয়ালচামট এলাকার লাক্সারি হোটেলের সামনে থেকে এ মিছিলটি বের হয়ে শ্রীঅঙ্গন মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য দেন ফরিদপুর মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন শীথিল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রশিদ প্রমুখ নেতৃবৃন্দ।