ছাত্রদল সভাপতি খোকনের উপর হামলার প্রতিবাদে বগুড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০২ এএম, ৪ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:২০ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বগুড়ায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে দু:স্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন কর্মসূচি চলাকালে টিএসসি চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও তার সাথে অনান্য নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বৃহস্পতিবার জর্জকোট এলাকা থেকে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসার ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
উপস্থিত ছিলেন মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ভিন্নমত এবং বিরোধী রাজনীতিকে সহ্য করতে পারে না। রাজনৈতিক কর্মসূচি এবং মানবিক ও সামাজিক কর্মসূচিতেও ছাত্রলীগ দিয়ে ন্যক্কারজনক হামলা চালিয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ চরম বেপরোয়া হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর নির্মম হামলা তার নিকৃষ্ট প্রমাণ।
সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুর রশীদ চন্দন, জেলা ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক সোয়েব ইসলাম অভি, এনামুল হক রায়ন, সাফিনুর ইসরাম মিলটন, জাহাঙ্গীর মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়ন জোয়ার্দার, আল-আমিন সানু, শাহরিয়ার তমাল, আবু আশা সিদ্দিকী রাকিব সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা।