তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকনের নেতৃত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৯ এএম, ৮ মে,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৪৯ পিএম, ২ অক্টোবর,
বুধবার,২০২৪
আজ মহাখালীতে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনায় তিতুমীর কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ-উর রহমান লিপকন তিতুমীর কলেজের স্টাফ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন। পরবর্তীতে কলেজ ছাত্রদলদের শতাধিক নেতাকর্মীদের নিয়ে মহাখালী টিবি গেট মাঠে দোয়া ও ইফতার করেন।
এসময় মাহফুজ-উর- রহমান লিপকন মানবিক কারণে গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিদেশে চিকিৎসার অনুমতি প্রশ্নে যাচাই-বাছাইয়ের নামে কালক্ষেপণের কৌশল পরিহার করা উচিত।
তিনি বলেন, দেশকে আজকের পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেক ত্যাগ ও অবদান রয়েছে। কেবলমাত্র দেশ ও জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আপসহীন অবস্থানের কারণে তিনি আজ সবচেয়ে মজলুম নেত্রী।
দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।