খুনের অভিযোগে ঢাকা মহানগর ছাত্রদল নেতা রহিম ভূঁইয়ার বিচার দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৫ পিএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ১১:৪০ পিএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
দিনে-দুপুরে রাজধানীর কাপ্তান বাজার এলাকায় চাঁদার দাবিতে ছুরিকাঘাতে আল আমিন হৃদয় নামে এক শরবত বিক্রেতাকে হত্যা মামলার এক নম্বর আসামি আব্দুর রহিম ভূঁইয়াকে ঢাকা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দেওয়ার প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবিতে রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ৩৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
তাদের অভিযোগ, চিহ্নিত চাঁদাবাজ রহিম ভূঁইয়া ছাত্রনেতা নন; তিনি একজন ব্যবসায়ী। বর্তমানে কাপ্তান বাজার কমপ্লেক্স ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।
গত ৪ ডিসেম্বর ছুরিকাঘাতে আল আমিন হৃদয় মারা যান।