শাহবাগে অবরোধ ট্রেইনি চিকিৎসকদের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:০৩ পিএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ০২:০৭ এএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
মাসিক ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে আবারও ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা। আজ (২৯ ডিসেম্বর) সকাল থেকে শাহবাগের চারটি পয়েন্ট অবরোধ করে রেখেছেন তারা।
সকাল ১১টায় থেকে ট্রেইনি চিকিৎসকরা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস-এর ব্যানারে এ বিক্ষোভ করছেন বিভিন্ন মেডিকেলের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।
গত সপ্তাহেও একই দাবিতে তারা শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। তখন তাদের ভাতাক ৫ হাজার টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার।
তবে ভাতা ৫ হাজার টাকা বাড়ানোর সরকারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন পোস্ট-গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।
সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গত ২৪ ডিসেম্বর ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এক বিবৃতিতে বলে, 'আমরা এমন হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।'