ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের কথা শুনছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৪ পিএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫ | আপডেট: ০১:০২ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যােগ দিয়েছেন তারেক রহমান।
১লা জানুয়ারি বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করা হয়েছে আলোচনা সভাটি।
আলোচনায় অংশ নিয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদকরা।
সারাদেশ থেকে হাজার হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন এই সভায়।
অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্লাকার্ড ফেস্টুন ও ব্যানার বহন করছেন।