৯ বছর পর
২০১৫ সালে খালেদা জিয়ার ওপর হামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৭ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫ | আপডেট: ০৩:৫৯ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আবুল হাসান (৪০) কে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।
শুক্রবার ভোরে রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে আবুল হাসানকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
তেজগাঁও থানা জানায়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় মামলা হয়। হামলায় বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি না হলেও গাড়িবহরে থাকা সিএসএফ সদস্যরা আহত হয়েছিলেন।
গ্রেফতারকৃত আবুল হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি।
তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।