শহিদদের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১০ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪ | আপডেট: ০৮:০৮ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুহিবুল্লাহিল বাকী।