![Logo](https://dainikdinkal.net/frontend-assests/img/logo.png)
![Logo](https://dainikdinkal.net/frontend-assests/img/logo.png)
সবার আগে বাংলাদেশ : কাল হবে সব থেকে বড় উন্মুক্ত কনসার্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৩ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ১১:২৮ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
![Text](/assets/images/1734272035.jpg)
আগামীকাল ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকার মানিক মিয়া এভিনিউতে "সবার আগে বাংলাদেশ" নামের সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির মাধ্যমে বিজয় দিবস উৎযাপন করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে সংগঠনের সদস্যবৃন্দ।
স্বাধীনতার পর সবার জন্য উন্মুক্ত রেখে এত বড় কনসার্ট করার ইতিহাস আর নাই। ইতোমধ্যে আয়োজনের সব প্রস্তুতি শেষের পথে। প্রকাশ করা হয়েছে থিম সং ও।
সবার আগে বাংলাদেশের অন্যতম সংগঠক এবং আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন জানান, এই কনসার্ট বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এই কনসার্ট থেকে তারা এই বার্তাই দিতে চান, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট।
সবার আগে বাংলাদেশ সূত্র জানিয়েছে, কনসার্টে এককভাবে গাইবেন বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
এ ছাড়া ব্যান্ড নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে।