সবার আগে বাংলাদেশ থিম সং প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৪ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৭:১২ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
১৬ই ডিসেম্বর বিজয় দিবসে সবার আগে বাংলাদেশ কনসার্টের থিম সং প্রকাশ করা হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই থিম সং প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবার আগে বাংলাদেশের আহবায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।