বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:০৮ এএম, ৭ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০৫:০৯ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত কয়েক দিনে গড়ে আড়াই শ’র বেশি রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। সারা দেশে কমবেশি আক্রান্ত হলেও রাজধানীবাসীর আতঙ্ক একটু বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৪০৫ জন। আর চলতি বছরের শুধু জুলাই মাসেই আক্রান্ত ২ হাজার ২৮৬ জন। আগস্টের শুরু থেকেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। এডিস মশার বংশ নিধনে তাই প্রতিদিন অভিযান চালাচ্ছেন ঢাকার দুই মেয়র।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, এডিস মশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন করতে হবে। সুস্থতার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই ডেঙ্গু থেকে মুক্তি পেতে সবাইকে সচেতন হতে হবে। আর ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহবান জানান (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
চলতি বছর এখন পর্যন্ত (গত ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট) হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন তিন হাজার ৯০১ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়প্রাপ্ত হয়েছেন দুই হাজার ৮৩৬ জন রোগী।