মৌলভীবাজারে আফ্রিকার আদিবাসীর ঘরের আদলে ইকো কটেজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৮ পিএম, ২৫ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:৩১ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
প্রাকৃতিক ছন, বাঁশ, কাঠ ও মাটির সাথে আধুনিকতার ছোঁয়ায় সুউচ্চ টিলার বুকে নির্মান করা হয়েছে ইকো কটেজ।
দূর থেকে অথবা পাখির চোঁখে দেখলে মনে হবে গভির অরেণ্যের মধ্যে কোন আদিবাসী সম্প্রদায়ের পল্লী। ছন, মাটির এমন কুঁড়ে ঘর দেখে হয়তো মনে হবে ভুল করে চলে এসেছেন আফ্রিকার কোন আদিবাসী গ্রামে।
কিন্তু না, এটি আফ্রিকা বা কোন আদিবাসী পল্লী নয়। এটি একটি পরিবেশ বান্ধব পল্লী যার নাম টিলাগাঁও ইকো ভিলেজ।
মূলত আফ্রিকার আদিবাসীদের ঘরের আদলে ইকো কটেজটি তৈরি করা হয়েছে। ইট পাটকেলের নগরীর চার দেয়ালে বসবাস করা নগরকেন্দ্রিক মানুষের গ্রামের অনুভূতি দিতেই এমন উদ্যোগ।
শহরের অনেকেই কখনো গ্রাম বা গ্রামীণ জনপদের সাথে পরিচিত নয়। আবার অনেকেই আধুনিক ও যান্ত্রিক বেড়াজাল থেকে একটু স্বস্তি পেতে খোঁজেন প্রাকৃতিক পরিবেশ, সেখানে সাময়িক আবাস করে নিতে চান প্রকৃতির স্বাদ।
টিলাগাঁও ইকো ভিলেজে বসেই সারিবদ্ধ দৃষ্টি নন্দন চা বাগান, সুউঁচু টিলা, গ্রামীণ জনপদ ও জীবনযাত্রা উপলব্ধি করতে পারবেন। ইকো ভিলেজটি প্রকৃতি প্রেমিক ভ্রমণ পিপাসুদের কাছে একটি আর্দশ স্থান।
ইকো ভিলেজটির অবস্থান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে।
ইকো ভিলেজটিতে রয়েছে পরিবেশ বান্ধব পাঁচটি কটেজ, যার নিবাস মূল্য ২৭০০ টাকা থেকে ৩২০০ টাকার মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ট্যুর গ্রুপ বিডি সাথে যোগাযোগ করেই পরিবেশ বান্ধব ইকো কটেজে পরিবেশের সাথে রাত্রি যাপন করতে পারেন।
ঢাকা থেকে ২০৬ কিলোমিটার ও শ্রীমঙ্গল উপজেলা থেকে ২০ কিলোমিটার দূরে টিলাগাঁও ইকো ভিলেজ এর অবস্থান।