সিরাজগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ইসাবেলা নাট্য উৎসব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৪ পিএম, ১১ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:০৫ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এবং ইসাবেলা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে ৮ মার্চ থেকে শুরু হয়েছে পক্ষকাল ব্যাপি ইসাবেলা নাট্য উৎসব। চলবে ২০ মার্চ পর্যন্ত।
গত ৭ মার্চ সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের শুভ উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এবং ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ, সিররাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, জেলা কালচারাল অফিসার মাহমুদল হাসান লালন। সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাবেক সভাপতি হীরক গুণ,সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি স ম আলাউদ্দিন,নুর ই আলম হীরা।
৮ মার্চ থেকে শুরু হয়েছে নাটক মঞ্চায়ন। ৮ মার্চ সিরাজগঞ্জের ঘটনা অবলম্বনে রচিত বাউথ নামা নাটকের ৫০তম প্রদর্শনী করে গ্রুপ থিয়েটার সংগঠন তরুণ সম্প্রদায়। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আমিনুর রহমান মুকুল।
৯মার্চ ভুতের বড়ে নাটক মঞ্চায়ন করে উদীচী শিল্পী গোষ্ঠী সিরাজগঞ্জ জেলা সংসদ। নাটকটি রচনা করেছে এ্যাডভোকেট প্রণব চেন্ধুরী তপু নির্দেশনা দিয়েছেন হীরক গুণ। ১০ মার্চ মঞ্চায়িত হয় প্রসুন থিয়েটারের নাটক লালন। রচনা মাহবুব এ খোদা টুটুল এবং নির্দেশনায় লায়লা ফেরদৌস হীমেল।
১১ মার্চ মঞ্চায়িত হবে নাটক ছাগতত্ব রচনা শাহীন রহমান ও নির্দেশনায় মাহমুদল হাসান লালন। ১২ মার্চ মঞ্চায়িত হবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর জীবনী নিয়ে নাটক কিশোর ক্ষুদিরাম। মঞ্চায়ন করবে নাট্য নিকেতন। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন দিলীপ গৌর।
প্রতিদিন সন্ধ্যা ৭.১৫ মিনিটে দর্শনের বিনিময়ে মঞ্চায়িত হচ্ছে নাটক। উৎসব প্রাঙ্গনে রয়েছে গ্রামীন মেলা। প্রতিদিন বিপুল দর্শকের উপস্থিতি উৎসাহ যোগাচ্ছে বলেছে উৎসব কমিটি।