প্রথমআলোকে সেনাপ্রধান: রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:১১ পিএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫ | আপডেট: ০৫:০৬ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, 'সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাব না। আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না। এটাই আমার স্পষ্ট অঙ্গীকার।'
সেনা সদর দপ্তরে দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
সাক্ষাৎকারে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের শান্তিশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা, অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের ক্ষমতার ভারাসাম্যসহ বেশ কিছু বিষয়ে সেনাপ্রধানের ভাবনার কথা উঠে এসেছে।
তিনি বলেন, 'আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি। তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে, সেভাবেই সহায়তা দিচ্ছি এবং দেব। যে দিন অন্তর্বর্তী সরকার বলবে, "আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের কাজটা সম্পন্ন করেছেন, এখন পুলিশ আইনশৃঙ্খলার দায়িত্ব নেবে।" আমরা তখন সানন্দে সেনানিবাসে ফিরে যাব।'
রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদেরাই। তাদের বিকল্প সেনাবাহিনী নয়।'