কুয়াশাচ্ছন্ন ঢাকা, তাপমাত্রা কমবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৭:৪২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সকাল থেকে রাজধানীর আকাশ বেশ কুয়াশাচ্ছন্ন। একইসাথে সাথে ঢাকার বাতাসও আজ খুব অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় এক ধাপ নিচে নেমে এলেও, কুয়াশার সাথে বাতাসের এই দূষণ সুস্থ মানুষের জন্যও অনেক ক্ষতিকর।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকার বায়ুমান রেকর্ড করা হয়েছে ২০৫। এছাড়া এই মান নিয়ে সারা বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে তৃতীয় স্থানে আছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।
সকালে আবহাওয়া অধিদফতর বলেছে, আজ আকাশ আংশিক মেঘলা বা মেঘলা থাকবে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ৮-১২ কিলোমিটার বেগে বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমবে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এর অবস্থান যদিও অনেক দূরে, তবু এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে আজ শনিবার কিছুটা বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের প্রভাবে দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অফিস।