খালেদা জিয়ার শারিরীক অবস্থা আকাশপথে ভ্রমণের উপযোগী নয় : ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৭ পিএম, ১৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৪:৫৮ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও শারীরিকভাবে ‘উড়োজাহাজে ভ্রমণের মত সুস্থ’ হয়ে ওঠেননি বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় ফেরার পর এ কথা বলেন তিনি।
ছয় দিন এভারকেয়ার হাসপাতালে থাকার পর বুধবার সন্ধ্যায় গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপার্সন ১২ থেকে ১৩ ঘণ্টার যাত্রা করার জন্য যথেষ্ট স্থিতিশীল নন বলে মনে করছেন চিকিৎসকরা।
বাসার সামনে সাংবাদিকদের ডা. জাহিদ বলেন, ‘বিএনপি চেয়ারপার্সনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। হাসপাতালসহ সবকিছু ঠিকঠাক করা হয়েছে। তবে তাঁর বর্তমান শারিরীক অবস্থা আকাশপথে ভ্রমণের উপযোগী নয়।’
তিনি আরও বলেন, ‘ম্যাডামকে (খালেদা জিয়া) মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে নিয়ে যাওয়া দরকার, তবে সেজন্য তাঁকে অবশ্যই ফিট হতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে।’
ডা. জাহিদ বলেন, ‘যতই দিন যাচ্ছে তাঁর শারীরিক সুস্থতা আসলে সত্যিকার অর্থে একটু প্রত্যেকটা ডিজিস ক্রমান্বয়ে বাড়ছে। যার জন্য উনার শারীরিক সুস্থতা কখনো কখনো দেখা যাচ্ছে বেশ ভালো আছেন এবং অল্প একটুতে দেখা যাচ্ছে শারীরিক অসুস্থতা বোধ করেন।’
তিনি বলেন, ‘যার জন্য যখন আপনি প্লেনে টেক-অফ করবেন, ল্যান্ডিং করবেন, প্লেনে যখন থাকবেন তখন একটা নেগেটিভ প্রেসার পড়ে। এই নেগেটিভ প্রেসারে উনার হার্টের যে সমস্যা আছে, লিভারে যে সমস্যা আছে, কিডনির যে জটিলতা আছে সব কিছু মিলিয়ে চিকিৎসকরা এখন উনাকে মনে করতে পারছেন না যে, ১২/১৩ ঘণ্টা জার্নি করার মতো অবস্থায় উনি আছেন।’