সরকারের উদ্যোগে চালের দাম কমছে : খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩১ পিএম, ২৮ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৩২ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
সরকার খাদ্যবান্ধব কর্মসূচি চালুর উদ্যোগ নেয়ায় বাজারে চালের দাম কমতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁর বেশ কয়েকটি আউশের মাঠ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। পরিদর্শনের সময় স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। সঙ্গে ধানের ভালো দাম পাওয়ার আশ্বাসও দেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, এ বছর আউশ মৌসুম জুড়ে আবহাওয়ার বৈরিতা ছিলো না। বর্ষার কারণে ধান ও চালে দাগ হয়, ফলন নষ্ট হয় এবং পচে যায়। এবার কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি। তাই অন্যান্য বছরের তুলনায় ফলন হয়েছে ভালো। আবার বাজারে এই ধানের দামও মিলছে বেশ চড়া। সব মিলিয়ে আউশে আশা পূরণ হয়েছে কৃষকের। ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, অযথা চালের দাম বাড়িয়ে ভোক্তাদের কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের আশায় বাজার অস্থিতিশীল করবেন না। চালের পর্যাপ্ত মজুত আছে। এ সময় খাদ্য বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।