সব ষড়যন্ত্র নস্যাত করে আগামী ২৫ তারিখে পদ্মা সেতু উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৯ এএম, ২৩ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:১৮ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, আগামী ২৫ তারিখে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এই সেতু নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছিল। পদ্মা সেতু যাতে না হয় সে ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শক্ত হাতে হাল ধরেছিলেন বলেই আজকে পদ্মাসেতু হয়েছে।
আজ বুধবার বিকেলে জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে শহরের সার্কিট হাউজ মাঠে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন ততদিন বাংলার মানুষ স্বাস্থ্যসেবা পাবেন, শিক্ষাসেবা পাবেন ও গরীবেরা একটি করে ঘর পাবে। দুপুরে জয়পুরহাট সদর উপজেলার চকবরকত পুলিশ ফাড়ির নব-নির্মিত ভবন উদ্বোধন ও শহীদ পুলিশ সুপার নাজমুল হক পুলিশ লাইন্স হাই স্কুল এর নামকরন অনুষ্ঠানে যোগদেন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন এর সভাপতিত্বে শহীদ পুলিশ সুপার নাজমুল হক পুলিশ লাইন্স হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ সময় জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দু সাঈদ আল মাহমুদ স্বপন, স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট।
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান আরও বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন ততদিন বাংলার মানুষ স্বাস্থ্যসেবা পাবেন, শিক্ষাসেবা পাবেন ও গরীবেরা একটি করে ঘর পাবে। পরে ১০০জন মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন ও অবৈধ পাচার চক্রের প্রতারণার শিকার ১৫ অসহায় দুস্থ ও অসুস্থ্য কিডনী দাতাদের আর্থিক সহায়তা প্রদান করেন মন্ত্রী। এর আগে দুপুরে শহীদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুলের নামকরনের উদ্বোধন করেন তিনি।