ভাসানচরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৫ পিএম, ২৪ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:০৯ এএম, ৯ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।
আজ মঙ্গলবার দুপুরের দিকে তার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ভাসানচর এসে পৌঁছেন। একই সময়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়েরর একটি প্রতিনিধি দলও সঙ্গে ছিলেন।
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিনিধি দল রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে ভাসানচরে এসেছেন। দুপুরে তারা হেলিকপ্টারযোগে হ্যালিপ্যাডে অবতরণ করেন। কিছু সময় বিশ্রাম নিয়ে তারা বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন ও খোঁজ খবর নিয়েছেন। তারা ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সুযোগ সুবিধাসমূহ পর্যবেক্ষণ করেছেন।
ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিকেলে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রতিনিধি দল।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সুযোগ-সুবিধা ও সেবা সরেজমিনে দেখেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার নেতৃত্বে একটি দল। এছাড়া সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে তারা কথা বলেছেন। ভাসানচর থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় প্রতিনিধি দলের সাথে রয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ফলে প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা এসে কক্সবাজারের পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এ পর্যন্ত কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে ২৯ হাজার ১১৬ জন রোহিঙ্গা।