সুপ্রিম কোর্ট বার নির্বাচনের তফসিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯ এএম, ২৩ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৩৫ এএম, ১৫ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২২-২৩ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। আগামী ৩ মার্চ বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৬ মার্চ বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪ সদস্যের মধ্যে সভাপতি পদ ১টি, সহ-সভাপতি পদ ২টি, সম্পাদক পদ ১টি, কোষাধ্যক্ষ পদ ১টি, সহ-সম্পাদক পদ ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদ ৭টি। এবার কার্যকরী কমিটির ৭ সদস্য পদের ভোট গণনা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। নির্বাচন অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামানকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে।