মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু - আপিল অকার্যকর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৬ এএম, ৩ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:১০ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত শাখাওয়াত হোসেন ও বিল্লাল বিশ্বাস মারা যাওয়া তাদের দন্ড থেকে খালাস চেয়ে করা আপিল আবেদন অকার্যকর ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। ২০১৬ সালের ১০ আগস্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় শাখাওয়াত হোসেনকে মৃত্যুদন্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলার আট আসামির মধ্যে যশোরের কেশবপুরের অন্য সাতজনকে দেয়া হয় আমৃত্যু কারাদন্ড।
আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত সাতজন হচ্ছেন- মো. বিল্লাল হোসেন, মো. ইব্রাহিম হোসেন, শেখ মোহাম্মদ মুজিবর রহমান, মো. আব্দুল আজিজ সরদার, মো. আজিজ সরদার, কাজী ওয়াহেদুল ইসলাম ও মো. আব্দুল খালেক মোড়ল। ওই আট আসামির মধ্যে গ্রেফতার ছিলেন সাখাওয়াত হোসেন ও মো. বিল্লাল হোসেন। বাকি ছয় আসামি পলাতক। মুক্তিযুদ্ধকালীন ইসলামী ছাত্রসংঘ নেতা সাখাওয়াত হোসেন ছিলেন মুক্তিযুদ্ধে যশোরের কেশবপুরের রাজাকার বাহিনীর কমান্ডার। অন্য আসামিরা ওই বাহিনীর সদস্য ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরে গ্রেফতার হওয়া দুজন আপিল বিভাগে আবেদন করেন। ওই আপিল বিচারাধীন থাকা অবস্থায় ২০১৮ সালে বিল্লাল এবং ২০২১ সালে সাখাওয়াত মারা যান। এরপর গতকাল ওই আপিল অকার্যকর ঘোষণা করা হয়।