সুপ্রিম কোর্টের অনিয়ম-দুর্নীতির অনুসন্ধানে দুই সদস্যের কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৪ এএম, ৭ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৪৫ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের জন্য দুই কর্মকর্তাকে নিয়ে কমিটি গঠন করেছেন হাইকোর্ট। তারা হলেন, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) মো. আবদুর রহমান এবং ডেপুটি রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মো. মিজানুর রহমান।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নব নিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২ জানুয়ারি সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলেন, বিচার বিভাগে কোনো দুষ্ট ক্ষতকে আমরা ন্যূনতম প্রশ্রয় দেবো না। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের শাখাগুলোর অস্বচ্ছতা, অনিয়ম, অলসতা এবং অযোগ্যতাকে নির্মূল করতে যেকোনো পদক্ষেপ গ্রহণে সবাইকে পাশে পাবেন বলে আশা প্রকাশ করেন প্রধান বিচারপতি।
ওই দিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেছেন, দুর্নীতির বিষয়ে নো কম্প্রোমাইজ। তিনি বলেন, আঙ্গুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি।