বিজিবির আহ্বানে সাড়া দেয়নি বিএসএফ, ৩ দিনেও ফেরেনি মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৪ এএম, ২৬ ডিসেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০২:১৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি যুবক নিহত হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনো মরদেহ ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। লাশ হস্তান্তরের বিষয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হলেও তাতে সাড়া দেয়নি বিএসএফ। বিএসএফের গুলিতে নিহত হওয়ার পর বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় পতাকা বৈঠক হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি।
এর আগে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে বিএসএফের গুলিতে নিহত হন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের আবু তাহের দুখুর ছেলে মো. ইব্রাহিম হোসেন।
শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তের বাগিচাপাড়ায় ইব্রাহিমকে গুলি করে বিএসএফ। পরে ভারতের পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিন দিন পরও লাশ ফেরত না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি, নিহত ইব্রাহিমের চাচা শরিফুল ইসলাম ও ইউনিয়ন পরিষদ সদস্য মনিরুল ইসলাম।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম মুঠোফোনে বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে আজমতপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় বিএসএফ সদস্যদের গুলিতে আহত হন ইব্রাহিম। পরে গুলিবিদ্ধ ইব্রাহিমকে বিএসএফ সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পর আজমতপুর সীমান্ত ফাঁড়ির পক্ষ থেকে কয়েক দফা পতাকা বৈঠকের জন্য যোগাযোগ করা হলেও পতাকা বৈঠক হয়নি। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৭০ শশ্মানী ক্যাম্পের একটি প্রতিনিধিদল ইব্রাহিমের মৃত্যুর বিষয়টি বিজিবি’র উপস্থিতিতে গত বুধবার সকালে আমাদের নিশ্চিত করে জানিয়েছে। লাশ ফেরত এলে পরিবারকে জানানো হবে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে তার চাচা শরিফুল ইসলাম জানান, ‘তিন দিন পেরিয়ে গেলেও লাশ ফেরত দিচ্ছে না বিএসএফ। বিজিবির সাথে বারবার যোগাযোগ করেও কোনো কিছু জানতে পারছি না।’ বাড়ির কাউকে না জানিয়ে সীমান্তের দিকে যায় ইব্রাহীম। পরে বিএসএফের গুলিতে নিহত হন।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমির হোসেন মোল্লা মুঠোফোনে বলেন, বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা গুলিতে নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে। মরদেহ ফেরতের জন্য যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ঘটনার দিন দুপুরে লাশ দেয়ার কথা থাকলেও এখনও লাশ ফেরত দেয়নি।
লাশ দিতে বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ভারতের হাইকমিশন পর্যন্ত গড়িয়েছে। তাই লাশটি পরিবারের নিকট ফেরত আনতে বিলম্ব হচ্ছে। বিজিবি’র পতাকা বৈঠকের আহŸানে বিএসএফ সদুত্তর দেয়নি বলেও জানান তিনি।