বাসা থেকে চিকিৎসার সুযোগ দিয়ে সহানুভূতি দেখিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৮ পিএম, ৮ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ১২:২৫ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসা থেকে চিকিৎসার সুযোগ দিয়ে যথেষ্ঠ সহানুভূতি দেখিয়েছে সরকার।
আজ বুধবার (৮ ডিসেম্বর) ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান এবং মহিলা কর্মজীবী হোস্টেলসহ ৮টি নবনির্মিত স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন করে। আমার কাছে আর কত আশা করে, কীভাবে আশা করে সেটাই আমার প্রশ্ন? আমার পিতার হত্যাকারীকে বিচার করতে দেবে না। একজন আসামির তার বিচারের রায় ঘোষণা হবে সেখানে প্রধানমন্ত্রী হয়ে খালেদা জিয়া তাকে চাকরিতে বহাল, পদোন্নতি এবং রাষ্ট্রদূত হিসেবে পাঠায়। কতটা জঘন্য মনোবৃত্তি... তাদের এই কাজগুলোর সকল উদ্দেশ্য হলো আমাদেরকে আরও আঘাত দেওয়া। এরা আমাদের কাছ থেকে কী আশা করে।
তিনি আরও বলেন, আমরা যতটুকু দিয়েছি, তাকে বাসায় থাকতে দিয়েছি। এবং ইচ্ছামতো হাসপাতালে নিচ্ছে, চিকিৎসা হচ্ছে এটা কি যথেষ্ট নয়। এটা কি অনেক বড় উদারতা দেখাইনি।