একটা মৃত্যুও আমাদের কাছে স্বাভাবিক নয় : সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৪ এএম, ১৬ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:২৭ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে-পরে দেশের বিভিন্ন স্থানে যেসব হত্যার ঘটনা ঘটেছে তা নির্বাচনি সহিংসতা কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তবে নির্বাচনকে কেন্দ্র করে একটা মৃত্যুও তাদের কাছে স্বাভাবিক নয় বলে জানান সিইসি।
আজ সোমবার বিকাল ৪টার পরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইউপি নির্বাচনের আগে-পরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। বাড়িঘর ভাঙচুর, আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। হত্যাকান্ডের শিকার হয়েছেন নির্বাচিত জনপ্রতিনিধিরাও।
এসব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সিইসি বলেন, নির্বাচনের সময়ে প্রাণহানির ঘটনাগুলো নির্বাচন ইস্যুতে কি না তা খতিয়ে দেখা হবে। কারণ একটা মৃত্যুও আমাদের কাছে স্বাভাবিক নয়। আমরা কেউ সহিংসতা চাই না। সামনের দফার নির্বাচনে যাতে এমনটা না ঘটে সেজন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি। এর আগে সারাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। যাতে করে এমন ঘটনা আর না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।