শাহ আমানতে ৮০ স্বর্ণের বারসহ নিরাপত্তারক্ষী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৬ পিএম, ৯ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ০১:৪৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট থেকে ৮০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এসময় বিমানবন্দরে সিভিল এভিয়েশনের নিরাপত্তা রক্ষী বেলালকে আটক করা হয়।
আজ শনিবার সকাল সাড়ে ৮ টায় ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। তারপর ব্যাগ পরীক্ষা করার সময় সকাল ১০টার দিকে স্বর্ণগুলো জব্দ করা হয়।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, আজ সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৮০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এর ওজন আনুমানিক প্রায় ৯ কেজি হবে বলে ধারণা করছি। স্বর্ণগুলোর বাজারমূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা। ব্যাগটি সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি বেলালের কাছে পাওয়ায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।