রংপুরে দৈনিক ও সাপ্তাহিক ৮ পত্রিকা বন্ধ ঘোষণা
১০ দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৭ এএম, ১৫ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:৪৬ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ধারাবাহিকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত ৯টি বাংলা দৈনিক এবং একটি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করা হয়েছে। ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে গত ৮ সেপ্টেম্বরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে বলে আজ মঙ্গলবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়। পূর্ব আলো, দৈনিক জনসেবা, গণ আওয়াজ, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, সময়ের পাতা ও রিপোর্টার এবং দি ফাইন্যান্সিয়াল ডেইলির ডিক্লারেশন বাতিল করেছেন জেলা ম্যাজিস্ট্রেট। অর্থাৎ এসব পত্রিকা প্রকাশ বা প্রচারের অনুমতি এখন আর থাকল না।
তথ্য বিবরণীতে বলা হয়, ১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ৯ (১) এর (৩) (ক) ধারা ভঙ্গ এবং পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদক চুক্তিপত্রের শর্ত না মানায় পত্রিকাগুলোর ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।
রংপুরে দৈনিক ও সাপ্তাহিক ৮ পত্রিকা বন্ধ ঘোষণা : রংপুর জেলা থেকে প্রকাশিত ৪টি দৈনিক ও ৪টি সাপ্তাহিক পত্রিকার মুদ্রণ, বিতরণ ও প্রকাশনা বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক। এসব পত্রিকা দীর্ঘদিন প্রকাশনা বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আসিব আহসান।
পত্রিকাগুলো হলো প্রকাশক সেরাফুল হোসেনের দৈনিক গণআলো, প্রকাশক আব্দুল আজিজ চৌধুরী সাঈদ দৈনিক নতুন স্বপ্ন, প্রকাশক সৈয়দা নাসরিন সুলতানার দৈনিক বাহের সংবাদ, প্রকাশক এএসএম রুবাইয়াত ফারমানের দৈনিক রংপুর চিত্র, প্রকাশক শাহ আলম কবিরের সাপ্তাহিক উত্তরের হালচাল, আব্দুল হালিম আনছারীর সাপ্তাহিক তুফান, শাহ মোব্বাসারুল ইসলামের সাপ্তাহিক কাউনিয়া ও দেবাশীষ দাসের সাপ্তাহিক সমর্থন।
রংপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন-১৯৭৩ অনুসারে নিষিদ্ধ পত্রিকাগুলো তিন মাস বা তার অধিক সময় যাবত প্রকাশিত হয়নি।
এসব পত্রিকার সম্পাদক ও প্রকাশক পত্রিকার প্রকাশনা অব্যাহত না রাখার কারণ জানাতে ব্যর্থ হয়েছে। এ কারণে আইনের ৯ ধারার (৩-ক) উপধারার বিধান মোতাবেক ৮টি পত্রিকার ঘোষণাপত্র বাতিল করে পরবর্তী মুদ্রণ, বিতরণ ও প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসক জানান, পত্রিকাগুলো দীর্ঘদিন থেকে প্রকাশ হচ্ছিল না। তাদের কাছে জবাব চাইলে তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাই আইন অনুযায়ী চিঠি দিয়ে পত্রিকাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।