একটি চক্র দেশে দাঙ্গা লাগিয়ে শান্তি নষ্ট করতে চায়: পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৩ এএম, ১০ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:১৮ পিএম, ৮ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দয়া করে কেউ গুজবে কান দিবেন না। একটি চক্র বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। তারা চায় দেশে দাঙ্গা-হামলা লাগিয়ে দেশের শান্তি নষ্ট করতে।
আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নবাসীর আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন শেষে মন্ত্রী এ সব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় দেশের মানুষের কথা ভাবেন। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে উন্নয়ন হচ্ছে না। দেশের এতো উন্নয়ন অতীতে কোনো সরকার করতে পারেনি। একমাত্র আওয়ামী লীগ সরকার পেরেছে।
নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, অতিরিক্ত জেলা প্রশাসক আল-ইমরান রুহুল ইসলাম, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, ডা. নাজমুল সাকিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবাব মিয়া তালুকদার সাজু প্রমুখ।