পালানোর সময় ৭৪ রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১০ এএম, ২৫ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ১১:০৮ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
চট্টগ্রামের বোয়ালখালী থানার করলডেঙ্গা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৭৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তারা টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীতে এসেছিল বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।
তিনি বলেন, কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ৭৪ জন পুরুষ রোহিঙ্গা চট্টগ্রামের বোয়ালখালীতে চলে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করলডেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। রোহিঙ্গারা করলডেঙ্গা এলাকায় লেবু বাগানে কাজ করার জন্য বোয়ালখালীতে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
ওসি আরো বলেন, রোহিঙ্গাদের বোয়ালখালীতে কারা নিয়ে আসছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করা হবে। এর আগে গত ২৭ জুন বোয়ালখালীর জৈষ্ঠাপুরা ও করলডেঙ্গো এলাকা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ।