চিকিৎসার জন্য ভারত গেলেন ডেপুটি স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫০ এএম, ১৯ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:১৮ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গুরুতর অসুস্থ গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।
আজ বুধবার বেনাপোল সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারত গেলেন তিনি। ফজলে রাব্বী মিয়া ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বেনাপোল পৌঁছান। এরপর সড়ক পথে কলকাতা রওনা হন। সেখান থেকে মুম্বাইয়ে যাবেন তিনি। মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে ফজলে রাব্বীর।
সংসদ সচিবালয়ের উপ-পরিচালক (গণসংযোগ) স্বপন বিশ্বাস জানান, গত জুন মাসে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পেটে টিউমার অপারেশন হয়। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ওই অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। এরপর পিঠের ব্যথায় আক্রান্ত হন তিনি। ডিপুটি স্পিকার মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেবেন। তার সঙ্গে তার দুই মেয়ে ও এক জামাতা রয়েছেন। নিউরোসায়েন্স, ল্যাবএইডসহ বিভিন্ন হাসপতালালে অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে ল্যাবএইড হাসপাতালের অ্যাডভাইজার অ্যান্ড চিফ কনসালটেন্ট সার্জন এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খাদেমুল ইসলামের নেতৃত্বে মেডিকেল বোর্ড বিদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন। এরপর তাকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ডেপুটি স্পিকারের অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিমান যোগাযোগ বন্ধ থাকায় সেখানে নেয়া সম্ভব হচ্ছে না। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হচ্ছে।