২২ আগস্ট থেকে আগাম জামিন আবেদন শুনবেন হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৫ এএম, ১৮ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:৪৬ এএম, ১৫ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
আগামী ২২ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনের ওপর শুনানি শুরু হচ্ছে।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতির নির্দেশে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল আগাম জামিন শুনানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালন করে এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে আগামী ২২ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।