আগামী ১১ই আগস্ট থেকে ট্রেন চলবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২২ পিএম, ৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:০৯ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে আগামী ১১ই আগস্ট বুধবার থেকে চলবে ট্রেন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ পোস্টে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়।
যার মধ্যে রয়েছে- কোনো প্রকার ভাড়া বাড়ানো হবে না। প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রয় করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে ক্রয় করতে হবে। টিকিট কাউন্টার বন্ধ থাকবে। সব অগ্রিম টিকিট যাত্রার পাঁচদিন আগে ক্রয় করতে পারবেন। অনলাইনে ক্রয়কৃত টিকিট ফেরত দেওয়া যাবে না।
এতে আরও বলা হয়, কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। আসনবিহীন টিকিট বিক্রয় বন্ধ থাকবে। ট্রেনে ভ্রমনিচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণের জন্য অনুরোধ করা হলো। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। মাস্ক ব্যতীত কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।