শেষটা ভালো হলো না বাংলাদেশের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪৮ এএম, ২৯ মে,শনিবার,২০২১ | আপডেট: ০৬:৪১ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
ম্যাচের আগের দিন আত্মবিশ্বাস নিয়েই মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছিলেন, ৩-০ ব্যধানে সিরিজ জেতার লক্ষ্য তাদের। আপাতদৃষ্টিতে প্রথম দুই ম্যাচে সহজ জয় পাওয়ার পর, তৃতীয় ম্যাচের বাজির দরও বাংলাদেশের পক্ষেই ছিল। কিন্তু কাগজে-কলমের সব আলাপ মাঠের বাইরেই রাখল শ্রীলঙ্কা। দেশে ফেরার আগে বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ল তারা।
বাংলাদেশের ফিল্ডারদের ব্যর্থতায় তিনবার জীবন পেয়ে সেঞ্চুরি হাঁকান লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। সঙ্গে ধনঞ্জয় ডি সিলভার ফিফটিতে ভর করে ৬ উইকেটে ২৮৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কা। বিপরীতে দুশমন্ত চামিরার আগুনে বোলিংয়ের জবাবই খুঁজে পায়নি বাংলাদেশ।
ডানহাতি পেসারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৪২.৩ ওভারেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে ১৮৯ রানে। দ্বিতীয় ম্যাচে ১০৩ রানের জয় নিয়ে সিরিজ নিশ্চিত করা স্বাগতিকরা শেষটায় এসে দেখল ৯৭ রানের হার।
এই হারের ফলে সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট পাওয়া হলো না বাংলাদেশের। অন্যদিকে ষষ্ঠ ম্যাচে এসে বিশ্বকাপ সুপার লিগে পয়েন্টের খাতা খুলল শ্রীলঙ্কা। আগের সিরিজে স্লো ওভার রেটের কারণে ২ পয়েন্ট খোয়ানোয় তাদের এখন রয়েছে ৮ পয়েন্ট।