গিলের ফিফটি, বাংলাদেশের নাগালের বাইরে চলে যাচ্ছে ভারত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৮ এএম, ২১ সেপ্টেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৮:৩৮ পিএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
স্কোরবোর্ডে ৩০৮ রানের শক্ত ভিত নিয়ে চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমেছে স্বাগতিক ভারত। সেই ভিতটাকে এখন শক্ত টার্গেটে রূপ দিতে ব্যাট চালিয়ে যাচ্ছে শুভমান গিল ও রিশভ পান্ত। এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন প্রথম ইনিংসে শূন্য রানে সাজঘরে ফেরা গিল। তাকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন পান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১২৯ রান। সব মিলিয়ে ভারতের লিড ৩৫৬ রান। হাতে এখনও ৭ উইকেট। ভারত এখন কোথায় থামে সেটাই এখন দেখার বিষয়।
এর আগে, দ্বিতীয় দিনে ভারতকে ৩৭৬ রানে থামিয়ে ব্যাট করতে নেমে বাকি দিনটা পার করতে পারেনি বাংলাদেশ। ১৪৯ রানে অলআউট হয়ে যায়। পড়ে ফলোঅনে।
পরে বাংলাদেশকে পুনরায় ব্যাটিংয়ে না পাঠিয়ে আবারও ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৮১ রান জমা করে দিন শেষ করে স্বাগতিকরা।