বড় হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০১ এএম, ২৬ নভেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৪:০২ এএম, ৪ ডিসেম্বর,
বুধবার,২০২৪
অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিন শেষ হয়েছে। সেখানে বড় হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩৩৪ রানের জবাবে রানতাড়ায় নেমে ক্যারিবিয়ান পেসারদের তোপে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য এখনও প্রয়োজন ২২৫ রান। হাতে আছে মাত্র ৩ উইকেট।
এর আগে ৩৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই কেমার রোচের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জাকির হাসান।
তার বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। দলীয় ৭ রানে ১০ বলে ৬ রান করে আউট হন তিনি।
তার বিদায়ের পর শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মুমিনুল হক শাহাদত হোসেন দিপু। যদিও দলীয় ২৩ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দিপু ২২ বলে ৪ ও মুমিনুল ৩৬ বলে ১১ রান করে আউট হন।
এই দুই ব্যাটারের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস কিছুটা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হন। দলীয় ৫৯ রানে লিটন দাস সাজঘরে ফেরেন ১৮ বলে ২২ রান করে।
এরপর জাকের আলিকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়েন মিরাজ। তবে দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ ৪৬ বলে ৪৫ ও তাইজুল ইসলাম ৯ বলে ৪ রানে সাজঘরে ফিরে যান। অন্যদিকে ৩৬ বলে ১৫ রানে অপরাজিত আছেন জাকের।