অসুস্থ ফুটবলারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
হাসনাইন নাহিয়ান সজীব, দিনকাল
প্রকাশ: ০৩:৩৫ পিএম, ১৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৯:১২ এএম, ৪ অক্টোবর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে ফুটবলার বুলবলকে চিকিৎসা সহায়তা করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে (সেপ্টেম্বর ১২, ২০২৪) বিএনপি চেয়ারপার্সন এর কার্যালয় গুলশানে কে এম মাকসুদুল আলম বুলবুলের হাতে এ অনুদান দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য নাজমুল হাসান, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মুসতাকিম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি বাশার প্রমুখ।
উল্লেখ্য, কে এম মাকসুদুল আলম বুলবুল একাধারে বগুড়া জেলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল আন্ডার -১৯, ২৩ সহ দেশের অনেক নামকরা ক্লাব ফুটবলেও খেলেছেন।