ভারত-বাংলাদেশ চেন্নাই টেস্ট
চতুর্থ দিনেই হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:২৪ পিএম, ২১ সেপ্টেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৬:১৯ পিএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪
চেন্নাই টেস্টে পঞ্চম দিনে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ভারতের দেওয়া ৫১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষ সেশনে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। মানে চতুর্থ দিনেই হার চোখ রাঙাচ্ছে টাইগারদের। জয়ের জন্য এখনো ৩৫৭ রান প্রয়োজন বাংলাদেশের।
৫১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই টাইগার ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। ভারতীয় বোলারদের সাবধানে মোকাবিলা করেন এই দুই ব্যাটার।
তবে কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন জাকির। তবে দলীয় ৬২ রানে ৪৭ বলে ৩৩ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন সাদমান। ৬৮ বলে ৩৫ রান করেন তিনি।
এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল হক ২৪ বলে ১৩ ও মুশফিকুর রহিম ১১ বলে ১৩ রান করে আউট হন। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩৭ ওভার ২ বলে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। কিছু সময় পর তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। শান্ত ৬০ বলে ৫১ ও সাকিব আল হাসান ১৪ বলে ৫ রানে অপরাজিত আছেন।