মার্সেইর কাছে হেরে ফরাসি কাপ থেকে বিদায় পিএসজির
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩১ পিএম, ৯ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৫:১৬ পিএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
মেসি ও নেইমার থেকেও হার এড়াতে পারল না পিএসজি। গতকাল বুধবার রাতে প্রতিপক্ষের মার্সেইর কাছে ২-১ গোলে হেরে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। ফলে এই হারে টানা দ্বিতীয়বার ফরাসি কাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বাদ পড়ল ক্রিস্তফ গালতিয়ের দল।
এদিন ম্যাচের ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মার্সেই। তবে চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় পিএসজি। নেইমারের বাড়ানো বলে নুনো মেন্ডেসের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মার্সেই গোলরক্ষক পাও লোপেস।
৩১তম মিনিটে এগিয়ে যায় মার্সেই। মার্সেই ফরোয়ার্ড চেঙ্গিস আন্দারকে সার্জিও রামোস ফাউল করায় পেনাল্টি লাভ করে মার্সেই। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি অ্যালেক্সিস সানচেজ।
প্রথমার্ধে এক মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতা ফেরায় পিএসজি। নেইমারের চমৎকার কর্নারে লাফিয়ে দারুণভাবে হেডে জাল খুঁজে নেন রামোস। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।
নেইমার ও রামোস।
দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ফের এগিয়ে যায় মার্সেই। নিজেদের অর্ধে থ্রো-ইনে ডি-বক্সের কাছে বল হারিয়ে বিপদ ডেকে আনে পিএসজি। সানচেসের শট জটলার মধ্যে একজন ফিরিয়ে দেন। ফিরতি বলে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন মালিনোভস্কি।
এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠেও পিএসজি আর ঘুরে দাঁড়াতে পারেনি মেসি-নেইমাররা। ফলে জয় নিয়েই ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় মার্সেই।