আমরা জেতার জন্য মাঠে নামবো-মুমিনুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৬ এএম, ৩ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:৩৩ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
ওয়ানডে সিরিজে সফরকারী উইন্ডিজকে ‘বাংলাওয়াশ’ করার পর এবার শুরু হচ্ছে টেস্ট মিশন। আজ বুধবার সকালে ১১ মাস পর সাদা পোশাকে মাঠে নামছে বাংলাদেশ। ঘরের মাটিতে ওয়ানডের মতো টেস্টেও জেতার জন্যই টিম টাইগারস মাঠে নামবে বলে জানিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ। ওয়ানডের মতো টেস্ট সিরিজটা এতটা সহজ হবে না, ক্যারিবীয় শিবির থেকে স্বাগতিকদের প্রতি এমন আভাস দেয়া হলেও তা হালে পানি পাচ্ছে না মুমিনুলের আত্মবিশ্বাসে।
আজ মঙ্গলবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের এই টেস্ট কাপ্তান জানিয়েছেন, ম্যাচের প্রতিটি সেশন সফল হয়ে মূল লক্ষ্যে পৌঁছতে তার দল বদ্ধপরিকর।
মুমিনুল বলেন, ‘অবশ্যই মাঠে নামার সময় আমরা প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করি না। নিজেরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করি। সেশন বাই সেশন সফল হওয়ার চেষ্টা করি। এক্ষেত্রেও তেমনটিই হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’ লম্বা বিরতির পর এ লঙ্গার ভার্সনে খেলার জন্য ক্রিকেটাররা কতটা ফিট- এমন প্রশ্নে মুমিনুল বলেন, ‘প্রায় এক বছর পর আমরা মাঠে ফিরছি, এটা ঠিক। আমরা টেস্ট খেলিনি। তবে বোর্ড কিন্তু ভালো সুযোগ করে দিয়েছে। আমরা বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খেলেছি। দুটি টুর্নামেন্টেই ক্রিকেটারদের জন্য গুরত্বপূর্ণ ছিল।’ স্বাগতিক টেস্ট অধিনায়ক বলেন, ‘করোনায় আক্রান্ত হয়েছি চার-পাঁচ মাস হয়ে গেছে। এতদিনের প্রস্তুতিতে আশা করি ওভারকাম হয়েছে। আমরা টিমের প্রতিটি খেলোয়াড়েরই এখন ফিটনেস লেবেল ভালো।’ গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-উইন্ডিজ। মিরপুরে দ্বিতীয় তথা শেষ টেস্ট ১১ ফেব্রুয়ারি থেকে।